Homeপ্রবাসের খবরজামায়াতের প্রশংসা করে যা বললেন কাদের সিদ্দিকী

জামায়াতের প্রশংসা করে যা বললেন কাদের সিদ্দিকী

[ad_1]

কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, সরকার পতনের পর বিএনপি কিন্তু ওই দোষ করছে। জামায়াত বাসস্ট্যান্ড দখল করেনি, বাজার দখল করে চাঁদা উঠায়নি। এটা বিএনপি করছে। আগে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিতো, এখন বিএনপি সেখান থেকে চাঁদা নেয়। চাঁদার রেট হয়তো বাড়িয়ে দিয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনের সামনে কৃষক-শ্রমিক-জনতা লীগের বর্ধিতসভায় তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ হলে চলবে না, আওয়ামী লীগ হতে হবে মাওলানা ভাসানীর। আওয়ামী লীগ হতে হবে বঙ্গবন্ধুর, শেখ হাসিনার না। কত অত্যাচার করলে, মানুষকে এত অবহেলা করলে আল্লাহ পক্ষ থেকে গজব পড়ে। সেটা হাসিনার ওপর হয়েছে।

তিনি বলেন, কেউ যদি মনে করেন স্বাধীনতা মুছে ফেলবেন। বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন। কাদের সিদ্দিকীকে মুছে ফেলবেন—তিনি আহাম্মকের স্বর্গে বাস করেন। স্বাধীনতা থাকলে আমরা থাকব। যে ষড়যন্ত্র হচ্ছে, এটাও ভালো না। ভারত আমাদের ওপর যেটা করছে সেটা ভালো না।

সখীপুর উপজেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি আবদুস ছবুর খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আব্দুল্লাহ বীর প্রতীক, টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক আবু সালেহ হিটলু, সখীপুর উপজেলার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

এস এইচ/

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত