Homeদেশের গণমাধ্যমেনারায়ণগঞ্জে ‘লেংটার মেলা’ বন্ধের দাবিতে পাল্টা কর্মসূচি, শঙ্কায় ভক্তরা

নারায়ণগঞ্জে ‘লেংটার মেলা’ বন্ধের দাবিতে পাল্টা কর্মসূচি, শঙ্কায় ভক্তরা

[ad_1]

নারায়ণগঞ্জ সদর উপজেলার রাধানগর এলাকায় হযরত শাহ সোলেমান (র.) ওরফে লেংটা বাবার স্মরণে ১৯৬তম উরস ও মেলার আয়োজন করা হয়েছে। তবে এবার মেলা নিয়ে আপত্তি করেছে ‘তৌহিদি জনতা’র ব্যানারে একদল ব্যক্তি। প্রকাশ্যে মেলা বন্ধের দাবি জানিয়ে তারা মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছেন। এমনকি মেলা শুরুর দিন (৮ ডিসেম্বর) পাল্টা কর্মসূচি হিসেবে ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন তারা। এতে শঙ্কার মুখে রয়েছেন উরস ও মেলার আসা ভক্তরা। শনিবার রাতে সীমিত পরিসরে আয়োজন করতে দেখা গেছে।

সরেজমিন দেখা গেছে, মেলায় খাবারের দোকানসহ নানা দোকানপাট বসেছে। তবে হুমকির কারণে বাউল গানের মঞ্চ এখনও করা হয়নি। তা ছাড়া মাজার প্রাঙ্গণে প্যান্ডেল করা হলেও আয়োজকসহ ভক্তদের কপালে এক ধরনের চিন্তার ভাঁজ দেখা গেছে।

আয়োজক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘লেংটার মেলা’ উপলক্ষে রাধানগর এলাকায় আগামী ৮ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী ওরশ ও মেলার আয়োজন করা হয়েছে। অপরদিকে মেলা বন্ধের দাবিতে একই এলাকার পূর্বপাড়া ঈদগাহ মাঠে শাহ সোলেমানসহ সব কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় সাত দিনব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন ‘তৌহিদী জনতা’র ব্যানারে কিছু ব্যক্তি। সেই মাহফিলের নানা পোস্টার ও হ্যান্ডবিল পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। এই পাল্টাপাল্টি আয়োজনকে কেন্দ্র করে সংঘর্ষের শঙ্কায় রয়েছেন এলাকাবাসী এবং মাজার ভক্তরা।

হযরত শাহ সোলেমান লেংটার মাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, ‘এখানে হযরত শাহ সোলেমান লেংটার বংশধররা রয়েছেন। তাদের হাত ধরে ভক্তরা প্রতি বছর ওরশ ও মেলার আয়োজন করে আসছেন। দীর্ঘ শত বছরের অধিক সময় ধরে চলমান এই লেংটার ওরস ও মেলায় কখনও কোনও সমস্যা হয়নি। তবে এবার মেলা বন্ধের দাবি জানিয়েছে স্থানীয় কিছু ব্যক্তি। হেফাজতে ইসলাম, চরমোনাই ও জামায়াতে ইসলামের ইমামরা মিলে মেলা বন্ধ করার চেষ্টা করছেন। অথচ আমরা এখানে কোনও রকম ইসলামবিরোধী কার্যকলাপে জড়িত নই।’ 

মেলায় হুমকির কথা উল্লেখ করে হযরত শাহ সোলেমান লেংটার পঞ্চম বংশধর দাবিদার ও মাজারের খাদেম শাহ আমজাদ হোসেন বলেন, ‘ওরশ ও মেলার আয়োজন করতে বাধা দিচ্ছে একদল মুসল্লি ও আলেম। সম্প্রতি মেলার আয়োজন বন্ধের হুমকি দিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করেছেন। পরে তারা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে আমাদের মেলা বন্ধের দাবি জানান। অথচ প্রত্যেক বছর আমরা প্রশাসনের অনুমতি নিয়ে মেলার আয়োজন করে আসছি। তবে এবার আলেমদের আপত্তির কারণে প্রশাসনের অনুমতি মেলেনি। এ বিষয়ে তাদের সঙ্গে কয়েক দফা বসে সমস্যা সমাধান করার চেষ্টা করেছি। কিন্তু তারা মেলা বন্ধ করে একই দিনে ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন। এমনকি তারা আমাদের প্যান্ডেলে ওয়াজ মাহফিল করতে চেয়েছিলেন। আমরা তাতে সম্মতি দিইনি। এমনকি তাদের বাধার মুখে আমাদের বাউল গানের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে তারা বাদ্যযন্ত্রবিহীন কাওয়ালী গানের আয়োজন করার কথা জানিয়েছেন। আমরা তাতে সম্মতি দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘মাদকসহ নানা অশোভন কার্যকলাপের অভিযোগ করেছেন তারা। কিন্তু আমাদের এখানে এমন কোনও কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত নেই। তারা অনর্থক নানা অভিযোগ তুলে উরস ও মেলা বন্ধের চেষ্টা করছেন। এ কারণে একই দিনে তারা ওয়াজের আয়োজন করেছেন। এমনকি আমাদের মেলায় আসা ভক্তদের তারা হুমকি দিচ্ছেন আয়োজনস্থল ত্যাগ করার জন্য। ফলে সীমিত পরিসরে মেলার আয়োজন করেও শঙ্কার মধ্যে রয়েছি। যেকোনও সময়ে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। এ বিষয়ে আমরা পুলিশ-প্রশাসনের সহায়তা কামনা করছি।’

মেলা বন্ধের বিষয়ে বক্তাবলী পরগণা ‘মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র আহ্বায়ক মাওলানা বেলাল হোসাইন বলেন, ‘এখানে লেংটার মেলা নামে মাদক সেবন থেকে শুরু করে নানারকম অসামাজিক কার্যকলাপ করে আসছে তারা। এ কারণে মেলা বন্ধের দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছি ও তাদের বুঝিয়েছি। কিন্তু তারা এসব বুঝতে নারাজ। ফলে এ বিষয়ে আমরা পুলিশ-প্রশাসনের দারস্থ হয়েছি। প্রশাসনের পক্ষ থেকে তাদের অনুমতি দেওয়া হয়নি। এদিকে আমরা শাহ সোলেমান লেংটার স্মরণে সাত দিনব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করেছি।’

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বিষয়ে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে পুলিশ সেদিকে সতর্ক রয়েছে। আশা করি, কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন বলেন, ‘এ মেলার আয়োজনকরা অনুমতি চাননি। ফলে অনুমতি ছাড়া উরস ও মেলার আয়োজন হতে পারে না। তবে সংক্ষিপ্ত পরিসরে মেলার আয়োজনের বিষয়ে আমাদের জানা নেই।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত