[ad_1]
স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। অধিনায়ক জাকারিয়া পিন্টু দুনিয়া ত্যাগ করেছেন সপ্তাহ তিনেক আগে।
শনিবার (৭ ডিসেম্বর) চলে গেলেন আরেক সদস্য ফজলে সাদাইন খোকন। স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম খেলোয়াড় আশরাফ আলী খোকনের মৃত্যু সম্পর্কে বলেন, ‘বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিল খোকন। সে রাজশাহীতে থাকত। তার স্ত্রী জানালো ঢাকায় এক হাসপাতালে চিকিৎসাধীন ছিল, এখন মরদেহ রাজশাহীতে নিয়ে যাচ্ছে।’
দেশ স্বাধীন হওয়ার পর খোকন ফুটবল খেললেও জাতীয় দলে ডাক পাননি। অবসরের পর ফুটবলের সঙ্গে সেভাবে সম্পৃক্ত ছিলেন না। ফুটবলার খোকন সম্পর্কে আশরাফ আলী বলেন, ‘সে মিডফিল্ডার। মূলত স্বাধীন বাংলার ফুটবলার। ইপিডিসেতে খেলেছে। খেলা ছাড়ার পর রাজশাহীতেই ছিল।’
খোকনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন খোকন।
[ad_2]
Source link