Homeদেশের গণমাধ্যমেডিবি পুলিশ পরিচয়ে দুই কারারক্ষীর অভিযান

ডিবি পুলিশ পরিচয়ে দুই কারারক্ষীর অভিযান

[ad_1]

সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাদক ব্যবসায়ীকে আটকের পর টাকা নেওয়ার সময় দুই কারারক্ষীকে আটক করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে সদরের লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামের গুরুর মোড় থেকে তাদের আটক করা হয়।

আটক কারারক্ষীরা হলেন- ঝিনাইদহ জেলার বালাপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মামুন চৌধুরী (২৮) ও ভাউটিয়া গ্রামের ডব্লিউ বিশ্বাসের ছেলে রাজন বিশ্বাস (২৯)। তারা উভয়ই সাতক্ষীরা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত।

সাতক্ষীরা জেলা পুলিশের ডিএসবি শাখার এসআই (ডিআইও-১) মোহাম্মদ হাফিজুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিবি পুলিশ পরিচয়ে রাজনগর গ্রামের গুরুর মোড় সংলগ্ন বেত্রাবর্তী খালের ব্রিজের ওপর এক মাদক ব্যবসায়ীকে আটক করে দুই কারারক্ষী। এরপর তারা ওই ব্যক্তির কাছ থেকে অবৈধ অর্থ লাভের উদ্দেশ্যে সেখানে অবস্থান করে। গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা জেলা গোয়েন্দা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ এসে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়।

তিনি বলেন, তাদের কাছ থেকে এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত