Homeজাতীয়সড়ক দুর্ঘটনায় ৮ জেলায় ১৩ প্রাণহানি

সড়ক দুর্ঘটনায় ৮ জেলায় ১৩ প্রাণহানি

[ad_1]

দেশের আট জেলায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ ১৩ জনের প্রাণহানি ঘটেছে। গত শুক্রবার রাতে এবং গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠিতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী এক মুক্তিযোদ্ধা ও মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। শুক্রবার রাতে নলছিটির ষাটপাকিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন সদর উপজেলার বাড়ইয়ারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুর রহমান (৮৫) ও মাদারীপুর সদরের সিরাজুল হক তাহেনীর ছেলে বাইকচালক আল আমিন তাহেনী (৪৫)।

কুমিল্লার দাউদকান্দিতে বাসের চাপায় ট্রাক্টরের দুই শ্রমিক মারা গেছেন। গতকাল সকালে শায়েস্তানগরে দুর্ঘটনাটি ঘটে। নিহত দুজন হলেন লক্ষ্মীপুর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে বোরহান (২৮) ও জামালপুরের সদর উপজেলার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩২)। এ ছাড়া দৌলতপুরে বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী মারা গেছেন।

বরিশালের মুলাদীতে মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী প্রাণ হারিয়েছেন। গতকাল সন্ধ্যায় চরকমিশনার বাদামতলায় এ ধাক্কার ঘটনা ঘটে। নিহত দুজন হলেন হিজলা উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের রাজ্জাক মাতুব্বরের ছেলে হুমায়ুন কবির (৪০) ও তাজুল মাস্টারের ছেলে কামাল মোল্লা (৪০)।

বগুড়ার নন্দীগ্রামে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল রাতে পৌর এলাকার কুচাইকুঁড়িতে দুর্ঘটনাটি ঘটে। নিহত দুজন হলেন হাঁটুয়া আলাইপুর গ্রামের হরে রাম সাহার ছেলে অটোরিকশার চালক জিতেন্দ্র নাথ সাহা (৪৫) ও তাৎক্ষণিকভাবে পরিচয় না পাওয়া এক যাত্রী।

এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকচাপায় জাহান্নারা বেগম (৬০), জয়পুরহাটের আক্কেলপুরে ট্রাক্টর পুকুরে পড়ে চালক সামছুল ইসলাম (৩৮), চট্টগ্রামের রাউজানে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালক আব্দুল কাদের (৩২) ও দিনাজপুরের খানসামায় সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী সুশীল পাল (৪২) নিহত হয়েছেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত