Homeদেশের গণমাধ্যমেসুশান্তর ‘কেদারনাথ’ মুক্তির ৬ বছর, স্মৃতিকাতর সারা

সুশান্তর ‘কেদারনাথ’ মুক্তির ৬ বছর, স্মৃতিকাতর সারা

[ad_1]

সুশান্ত সিং রাজপুত এবং  সারা আলির খান অভিনীত প্রথম সিনেমা  ‘কেদারনাথ’। যে সিনেমাটির মাধ্যমে অভিষেক হয় সারার। সিনেমাটি মুক্তি পেয়েছিলো ২০১৮ সালের এই দিনে (৭ ডিসেম্বর)। দিনটিতে স্মৃতিকাতর সারা আলি খান।

শনিবার (৭ ডিসেম্বর) ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন সারা। অভিনেত্রী মনে করিয়ে দিয়েছেন, আজকে তিনি যেখানে আছেন সবটাই কেদারনাথের জন্য। ভিডিওতে উঠে এসেছে সিনেমার শুট চলাকালীন বিভিন্ন লোকেশনে যাওয়ার দৃশ্য ও স্মৃতিকথা।

ভিডিওর ভয়েসওভারে সারার কণ্ঠস্বর, ‘প্রথমবারের মতো আমি কেদারনাথ গিয়েছিলাম। তখন  আমি অভিনেত্রী ছিলাম না, এমনকি আমি কেমন ছিলাম তাও জানি না। আমি আজকে যা তার সবকিছুই এই জায়গা থেকে এসেছে। অনেক অনেক কৃতজ্ঞতা।’

ভিডিওর ক্যাপশনে সারা লিখেছেন, “কেদারনাথ’ সিনেমার ৬ বছর। মাঝেমাঝে আমার মনে হয় এটা  গতকালের, আবার মাঝেমাঝে মনে হয় এই অনুভূতি জীবনব্যাপী চলমান। আমাকে তৈরি করার জন্য এবং সারাজীবন স্মৃতি তৈরির জন্য ধন্যবাদ।”

ভিডিওর একদম শেষে ‘কেদারনাথ’ সিনেমার কিছু দৃশ্য জুড়ে দেওয়া হয়েছে, যেখানে সুশান্ত সিং রাজপুতের সাথে সারা অভিনয় করেছিলেন।     
‘কেদারনাথ’ সিনেমাটি নির্মাণ করেন অভিষেক কাপুর। সিনেমাটি ২০১৩ সালে উত্তরাখন্ডে হওয়া ব্যাপক বন্যার বিষয়বস্তু নিয়ে নির্মিত হয়েছিলো।

বলা দরকার,সুশান্ত সিং রাজপুত ২০২০ সালের ১৪ জুন মারা যান। 

সুত্র: পিংকভিলা 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত