Homeরাজনীতিদিল্লির আগ্রাসন প্রতিহত করতে ১৮ কোটি বাংলাদেশি প্রস্তুত আছে: রিজভী

দিল্লির আগ্রাসন প্রতিহত করতে ১৮ কোটি বাংলাদেশি প্রস্তুত আছে: রিজভী

[ad_1]

দিল্লির আগ্রাসন প্রতিহত করতে ১৮ কোটি বাংলাদেশি প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘তোমরা যদি চট্টগ্রাম দাবি করতে পারো, তাহলে আমরাও দাবি করবো আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা-বিহার-উরিষ্যা ফেরত দাও।’

রবিবার (৮ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের’ প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘তাদের (ভারতের) ঔদ্ধত্য এমন পর্যায়ে পৌঁছেছে, তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলে বলেছে। এই সমস্ত ফাঁকা আওয়াজ দিয়ে কিছু হবে না। আমরা একেবারে নিরানন্দ নই, অবলম্বনহীন নই। আমরাও সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি। আমাদের সম্পদকে রক্ষার জন্য আকাশ, পাতাল, ভূমি প্রত্যেকটা জায়গায় আমাদের যে শক্তি, আমাদের স্বশস্ত্র বাহিনীর যে শক্তি, সেই শক্তিও কিন্তু কম নয়।’

রিজভী বলেন, ‘১৮ কোটি মানুষের দেশ আমাদের বাংলাদেশ। দিল্লির আগ্রাসন প্রতিহত করতে আমরা প্রত্যেকে প্রস্তুত আছি।’

তিনি বলেন, ‘আমাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ। সুশৃঙ্খলভাবে আমরা এই পদযাত্রা করবো। ভারত নানা ধরণের ষড়যন্ত্র করছে। আমরা শান্তির পক্ষে।’

পদযাত্রায় আরও আছেন– যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত