[ad_1]
ম্যাচের এক ঘন্টা পর্যন্ত ২ গোলে পিছিয়ে থাকার পর বাকি ৩০ মিনিটে ৫ গোল করে ৫-২ ব্যবধানে জয়! দুর্দান্ত ও অবিশ্বাস্য প্রত্যাবর্তন তো বটেই। তবে টুর্নামেন্টের নাম যদি হয় চ্যাম্পিয়নস লিগ, আর জয়ী দলটার নাম যদি হয় রিয়াল মাদ্রিদ, তাহলে এতটা অবিশ্বাস্য লাগতে নাও পারে। এটা তো রিয়ালের এক রকম অভ্যাসই বলা যায়। যত গোলেই পিছিয়ে থাকুক, শেষ বাঁশির আগ পর্যন্ত রিয়ালকে বাতিল করে দেওয়া যায় না। ইউরোপের অনেক বড় দলেরই আগে রিয়ালের বিপক্ষে এ রকম হারের অভিজ্ঞতা হয়েছে, এবার হলো বরুসিয়া ডর্টমুন্ডের।
সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রিয়ালের জালে ৩৪ মিনিটের মধ্যে ২ গোল দেওয়া ডর্টমুন্ড ম্যাচের শেষ আধঘন্টায় নিজেরাই খেয়েছে ৫টা! দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। একটা করে গোল আন্টোনিও রুডিগার ও লুকাস ভাসকেজের।
[ad_2]
Source link