Homeদেশের গণমাধ্যমেপিএমআইয়ের তথ্য, টানা দুই মাস সম্প্রসারণের ধারায় অর্থনীতি

পিএমআইয়ের তথ্য, টানা দুই মাস সম্প্রসারণের ধারায় অর্থনীতি

[ad_1]

পিএমআই প্রতিবেদনে বলা হয়েছে, টানা তিন মাস সম্প্রসারণের ধারায় রয়েছে উৎপাদন খাত। নভেম্বরে এ খাতের পিএমআই সূচকের মান বেড়ে দাঁড়িয়েছে ৬০ দশমিক ৯ পয়েন্ট। অক্টোবরে যা ছিল ৫৬ দশমিক ৬ পয়েন্ট। প্রতিবেদনে বলা হয়েছে, এ খাতের নতুন ক্রয়াদেশ, রপ্তানি, কারখানায় উৎপাদন—সব ক্ষেত্রেই গতি আগের চেয়ে বেড়েছে। এমনকি এই খাতের আমদানি, কর্মসংস্থান, সরবরাহের ক্ষেত্রেও প্রথমবারের মতো সম্প্রসারণ হয়েছে।

নভেম্বরের পিএমআই পিএমআইবিষয়ক এক বিজ্ঞপ্তিতে মেট্রো চেম্বার ও পলিসি এক্সচেঞ্জ জানিয়েছে, অক্টোবরে নির্মাণ খাত কিছুটা সম্প্রসারণের ধারায় থাকলেও নভেম্বরে আবার তা সংকোচনের ধারায় ফিরে গেছে। ফলে এ খাতে সূচকের মান কমে গেছে। নভেম্বরে নির্মাণ খাতের সূচকের মান দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৬ পয়েন্ট। অক্টোবরে এই সূচকের মান ছিল ৫০ দশমিক ১ পয়েন্ট।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত