Homeদেশের গণমাধ্যমেহাবিপ্রবির ৯ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

হাবিপ্রবির ৯ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

[ad_1]

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৯ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাজ্জাদ আহমেদ, পরিসংখ্যান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের সৌরভ কুমার কুন্ডু, কৃষি অনুষদের একই বর্ষের সাকিবুর রহমান সুইন, সাদী মো. মোসাব্বাহ সাদী চিশতি, ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের মো. মাস-উদ আব্দুল্লাহ রিদম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দ্বিতীয় বর্ষের মো. ফাহমিদ-তানজিম ফাহিম, একই বিভাগের চতুর্থ বর্ষের নুহাস আলী অর্ণব, পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের আবু হামজা এবং মার্কেটিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. তামজিদ হক।

এদের মধ্যে সাজ্জাদ আহমেদ ও সৌরভ কুমার কুন্ডুকে একাডেমিক কার্যক্রম থেকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে এবং সাকিবুর রহমান সুইনকে ছয় মাসের বৃত্তি বাতিল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে সংঘটিত ঘটনা ও পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের ১০৭ নম্বর রুমে সংঘটিত ঘটনার জন্য গঠিত তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ৯ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হলো।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. শামশুজ্জোহা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে অর্জিত সম্প্রীতির বাংলাদেশে আমাদের ক্যাম্পাসে কোনো জুলুম-নিপীড়ন হতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে সর্বদা সজাগ রয়েছে। আগামীতে কেউ কোনো বাড়াবাড়ি করার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে।

গত ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের ১৭ ব্যাচের শিক্ষার্থী শামীম রেজাকে মারধরের অভিযোগ পাওয়া যায় সমাজবিজ্ঞান বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী সাজ্জাদসহ কয়েকজনের বিরুদ্ধে।
এরই পরিপ্রেক্ষিতে ১০ নভেম্বর ওই ঘটনায় দায়ীদের চিহ্নিত ও শান্তি প্রদানের সুপারিশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের সুপার অধ্যাপক ড. আবু খায়ের মোহা মোক্তাদিরুল বারী চৌধুরীকে সভাপতি ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবুল কালামকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ৯ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।

এমদাদুল হক মিলন/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত