[ad_1]
ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার টটেনহ্যামের মাঠে রোমাঞ্চ ছড়িয়ে জিতলো চেলসি। দুই গোলে পিছিয়ে পড়েও জিতেছে তারা। সাত গোলের থ্রিলারে ৪-৩ গোলে টটেনহ্যামকে হারিয়েছে ব্লুরা।
লন্ডন ডার্বিতে ১১ মিনিটে দুই গোল করে এগিয়ে যায় টটেনহ্যাম। চেলসি ফুলব্যাক মার্ক কুকুরেল্লার হাস্যকর ভুলে ডোমিনিক সোলাঙ্কে ও দেজান কুলুসেভস্কি লক্ষ্যভেদী শটে দারুণ শুরু এনে দেন।
১৭ মিনিট পর জ্যাডন সানচো একটি গোল শোধ দেন। ম্যাচ ঘড়ির ঘণ্টা পার হতেই কোল পালমার সমতা ফেরান। তারপর আধিপত্য দেখায় চেলসি।
এনজো ফের্নান্দেজ গোল করে চেলসিকে এগিয়ে দেন। পালমার দ্বিতীয় পেনাল্টি থেকেও গোল করলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতে যায়। স্টপেজ টাইমে সন হিউং মিন সান্ত্বনাসূচক গোল করেন।
চেলসি ১৫ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেলো। এভারটন ম্যাচ স্থগিত হওয়ায় একটি কম খেলে চার পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে লিভারপুল। এই সপ্তাহে দ্বিতীয় হারে টটেনহ্যাম ২০ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে।
এদিকে ফুলহ্যামের মাঠে ১-১ গোলে ড্র করে আর্সেনাল দ্বিতীয় স্থান ধরে রাখার সুযোগ হারায়। ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা।
[ad_2]
Source link