Homeদেশের গণমাধ্যমেবাশারের ভাগ্যে কী ঘটেছে | প্রথম আলো

বাশারের ভাগ্যে কী ঘটেছে | প্রথম আলো

[ad_1]

সশস্ত্র বিদ্রোহীদের অভিযানের মুখে সিরিয়ার দুই যুগের স্বৈরশাসক বাশার আল–আসাদের পতন হয়েছে। বিদ্রোহী যোদ্ধারা রাজধানী দামেস্কে ঢোকার আগেই বাশার দেশ ছেড়ে পালিয়েছেন বলে কোনো কোনো সংবাদমাধ্যমে বলা হচ্ছে। তবে তিনি কোথায়, বেঁচে আছেন কি না—সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।

সিরিয়ায় ১৩ বছরের গৃহযুদ্ধের ওপর নজর রাখা  যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সিরিয়ার ব্যক্তিগত উড়োজাহাজে চেপে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন বাশার। তবে উড়োজাহাজটির গন্তব্যের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

বাশার আল-আসাদ কোথায়, তাঁর পরিণতি কি হয়েছে জানা না গেলেও তিনি সম্ভাব্য তিন দেশে যেতে পারেন বলে ধারণা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দেল রহমানের। তাঁর মতে, বাশারের সম্ভাব্য প্রথম গন্তব্য হতে পারে রাশিয়া। কারণ, রাশিয়ার সামরিক, রাজনৈতিক আর কূটনৈতিক সহায়তার ওপর ভর করেই মূলত তিনি এতদিন ক্ষমতায় টিকে ছিলেন।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত