Homeজাতীয়সন্তান খুব অবাধ্য? যে ৫ উপায় কাজে লাগাতে পারেন

সন্তান খুব অবাধ্য? যে ৫ উপায় কাজে লাগাতে পারেন

[ad_1]

বাবা-মাকে প্রতি মুহূর্ত নতুন-নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। সন্তানকে মানুষ করে তুলতে গিয়ে কোনও ভুল যেন না হয়—এই চিন্তাই সারাক্ষণ চলতে থাকে মাথার ভিতর। তার মধ্যে বাচ্চা যদি অবাধ্য হয়, কোনও কথা শুনতে না চায়, তখন কী করবেন? অনেক ক্ষেত্রেই দেখা যায়, বাচ্চা খুব জেদি। কারও কথা কানে নেয় না। এই কারণে মারধর করে ফেলেন সন্তানকে। সেটা কিন্তু ঠিক নয়। সন্তানকে শাসন করা দরকার। কিন্তু সেই শাসন যেন সমস্যা বাড়িয়ে না তোলে, সে দিকে খেয়াল রাখাও উচিত। সন্তান যদি খুব অবাধ্য হয়, সেক্ষেত্রে কী করবেন? 

১) বাচ্চা দুষ্টুমি করলেই চিৎকার-চেঁচামিচি করবেন না। তাকে চেঁচিয়ে নির্দেশ দেওয়ার বদলে শান্ত ভাবে কথা বলুন। শাসন মানেই চেঁচামিচি বা ভয় দেখানো নয়। এতে তারা আরও বেশি অবাধ্য হয়ে যায়। 

২) বাচ্চা মানেই সে ছটফট করবে, চঞ্চল হবে। তার মনোযোগ বাড়ানোর কাজটা আপনাকে করতে হবে। ছোট ছোট খেলা, বিশেষত মাইন্ড গেমের মাধ্যমে আপনাকে সন্তানের মনোযোগ বাড়াতে হবে। এতে বাচ্চার মধ্যে ধৈর্যও বাড়বে।

৩) বাচ্চা যে কাজই করতে চাইবে, তাতে সব সময় ‘না’ বলবে না। বাচ্চাকে স্বাধীনতা দিন। নিজের পছন্দের খেলা খেলার জন্য, বই পড়ার জন্য স্বাধীনতা দিন। বাচ্চার সিদ্ধান্তকেও প্রাধান্য দিন। দেখবেন, এতে বাচ্চার একগুঁয়েমি স্বভাব কমে যাবে। 

৪) মারধর করার বদলে বাচ্চাকে শান্ত ভাবে বোঝান। সে কী ভুল করছে তা বোঝান। তার ভুলের জন্য কী কী হতে পারে বা আগামী দিনে এমন ঘটনা ঘটালে তার কী ক্ষতি হবে সেটা বাচ্চাকে বোঝাতে হবে। সে যদি একবার বুঝে যায়, তা হলে দ্বিতীয় বার সেই ভুল আর করবে না। 

৫) আজকাল বেশিরভাগ বাচ্চার জীবনে ঢুকে পড়েছে মোবাইল, ল্যাপটপ। এই ‘স্ক্রিন টাইম’ কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকর। চেষ্টা করুন যতটা সম্ভব মোবাইল থেকে বাচ্চাকে দূরে রাখতে। এতে সন্তানের একাগ্রতা ও মনোযোগ বাড়বে।

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত