Homeপ্রবাসের খবরআরআরআরকে সিংহাসনচ্যুত করে রাজ্য দখল করল ‘পুষ্পা ২’

আরআরআরকে সিংহাসনচ্যুত করে রাজ্য দখল করল ‘পুষ্পা ২’

[ad_1]

কোনো উৎসব ছাড়াই ভারতজুড়ে উৎসবের আমেজ এনেছে ‘পুষ্পা ২’। শুধু তাই নয়, ব্লকবাস্টার সব সিনেমা হটিয়ে প্রেক্ষাগৃহে ইতিহাস সৃষ্টি করেছে সিনেমাটি।

‘পুষ্পা ২’ সিনেমার পোস্টারে অভিনেতা আল্লু অর্জুন। 

সিনে দুনিয়া কাঁপছে পুষ্পা ঝড়ে। ২০২১ সালে প্রথম রুপালি পর্দায় দর্শক মাতায় লাল চন্দন কাঠ চোরাচালানকারী দুর্ধর্ষ এক স্মাগলার। এ চরিত্রে অনবদ্য অভিনয় করেন তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন।

‘পুষ্পা’ নামের সে সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির পরপরই ব্যাপক সাফল্য পায়। তাই আরও বেশি বাজেটে ‘পুষ্পা ২’ নিয়ে হাজির নির্মাতা সুকুমার।

নতুন এ সিক্যুয়ালে‘পুষ্পা: দ্য রাইজ’র গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছে‘পুষ্পা ২: দ্য রুল’র যাত্রা। যেখানে চকচকে শার্ট, অলংকার আর নেইল পলিশে সজ্জিত পুষ্পা।

রুপালি পর্দায় ধুন্ধুমার ব্যাকগ্রাউন্ড মিউজিক ‘পুষ্পা ২’র অন্যতম আকর্ষণ। কিছু জায়গায় ভিএফএক্স দুর্বল হলেও আল্লুর অসাধারণ অভিনয়ে সেটি খুব একটা নজরে আসেনি দর্শকের। ছোটবেলার মেন্টাল ট্রমাকে বর্তমানের পুষ্পা যেভাবে ধারণ করেছেন, তাতেই বুঁদ সিনেপ্রেমীরা।

পুষ্পার লম্বা শুটিং শিডিউলে আল্লুকে সবচেয়ে বেশি কষ্ট করতে হয়েছে নারীর গেটআপ নিতে। তার অর্ধ-নারী সাজের সেই দৃশ্যটিই সবচেয়ে বেশি প্রশংসা পাচ্ছে দর্শকের।

প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রথম দিনেই ভারতীয় সিনেমার ইতিহাস বদলে দিয়েছে ‘পুষ্পা ২’। যদিও শুরুতে পাইরেটেড কপি ফাঁস হলে একটু বিপাকে পড়ে সিনেমাটি।

তবে তা দ্রুতই কাটিয়ে উঠেছে সিনেমাটি। বক্স অফিস রিপোর্ট বলছে, শুধু ভারত থেকেই সিনেমাটির আয় ১৭৫ কোটি রুপি। এছাড়াও বিশ্বব্যাপী ২৮২ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। এতে করে রাজামৌলির মহাকাব্যিক আরআরআরকে সিংহাসনচ্যুত করে রাজ্য দখল করেছে ‘পুষ্পা ২’। 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত