Homeদেশের গণমাধ্যমেফ্যাসিস্ট আ’লীগের কৃষি নীতিমালা বাতিলের দাবি কৃষকদের

ফ্যাসিস্ট আ’লীগের কৃষি নীতিমালা বাতিলের দাবি কৃষকদের

[ad_1]

পাবনার ঈশ্বরদীতে কৃষি নীতিমালা বাতিল ও ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষকরা। রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী বড় বটতলা মোড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কৃষকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ প্রগতিশীল কৃষক পরিষদের সমন্বয়ক ও জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত কৃষক শাজাহান আলী বাদশা ওরফে পেঁপে বাদশা।

তিনি বলেন, ১৮ কোটি মানুষের তিন বেলা আহারে কৃষি উৎপাদনে নিয়োজিত কৃষক। হতদরিদ্র, স্বল্পশিক্ষিত, প্রান্তিক, মাঝারি ও উচ্চবিত্ত সকল শ্রেণির কৃষক আওয়ামী লীগ সরকারের আমলে নানাভাবে ক্ষতিগ্রস্ত। বন্যা, অতিবৃষ্টি, অতি খরা, ঝড়ো হাওয়া, শিলাবৃষ্টি, লবণাক্ততা, রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত হয় এদেশের কৃষক। কৃষি উৎপাদনে ব্যবহৃত কূষি উপকরণ ক্রয়ে নানা বৈষম্যের শিকারও হন তারা।

এ পরিস্থিতিতে দেশের কৃষি খাতকে শক্তিশালী করতে কৃষি উপকরণ (সার, কীটনাশক,বীজ, বালাইনাশক ও কৃষি যন্ত্রপাতি) সঠিক মূল্যে প্রাপ্তির নিশ্চয়তা প্রয়োজন। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য কৃষি ঋণ মওকুফ, বিদ্যুৎ বিল না বাড়ানো, ডিজেলের মূল্য না বাড়ানো এবং ষাটোর্ধ্ব কৃষকদের পেনশন ব্যবস্থা চালুর ঘোষণার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে কৃষকরা ১৩ দফা দাবি বাস্তবায়ন ও বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কৃষি নীতিমালা বাতিলের দাবি জানান। এসময় জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান কূল ময়েজ, জাহিদুল ইসলাম ওরফে গাজর জাহিদ, আব্দুল জলিল কিতাব মন্ডল ওরফে লিচু কিতাব, আবু তালেব জোয়ার্দ্দার ও আমিরুল ইসলামসহ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

শেখ মহসীন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত