[ad_1]
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, ২০২৩ সালের নভেম্বরের আগে প্রায় আড়াই বছর ধরে নিরাপত্তাদেয়াল না থাকায় ভবনটি হয়ে উঠেছিল নেশাগ্রস্ত ব্যক্তিদের আড্ডখানা। ওই সময়ে ভবনের চারপাশে জানালার গ্লাস ভাঙা, জানালার গ্রিল কাটা, মেঝেতে ধুলা, সিগারেটের পরিত্যক্ত প্যাকেট পড়ে থাকত। একই সঙ্গে ভবনের ভেতরে-বাইরের বৈদ্যুতিক তার, বাতিসহ বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে একাধিকবার। নিরাপত্তকর্মীকেও মারধর করেছেন নেশাগ্রস্ত ব্যক্তিরা।
২০২৩ সালের ৩০ আগস্ট প্রথম আলোয় ‘শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পড়ে থাকা ভবনে নেশার আড্ডা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে কর্তৃপক্ষের টনক নড়ে। এর দুই মাস পর চারদিকে নিরাপত্তাদেয়াল দিয়ে ভবনটি সুরক্ষিত করা হয়। তবে নিরাপত্তাদেয়াল নির্মাণের এত দিন পরও ভবনটি চালু হয়নি।
এ বিষয়ে জানতে খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের প্রধান অধ্যাপক ওয়াহিদুজ্জামানের মুঠোফোনে গতকাল শনিবার ও আজ রোববার একাধিকবার কল দেওয়া হয়। তবে তিনি ধরেননি।
[ad_2]
Source link