Homeজাতীয়বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে ভারত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে ভারত

[ad_1]

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে ভারত বলে জানিয়েছে ওই দেশের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি।

সফররত ভারতের পররাষ্ট্র সচিব সোমবার (৯ ডিসেম্বর) বিকালে সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বলেন, ‘আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে এই পারস্পরিক উপকারী সম্পর্ক অব্যাহত না থাকার কোনও কারণ নেই। সেই লক্ষ্যে আমি আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের ইচ্ছাকে তুলে ধরেছি।’

এর আগে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে তিনি বৈঠক করেন। তিনি বলেন, ‘আমি জোর দিয়ে বলেছি যে, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক উপকারী সম্পর্ক চায়। আমরা অতীতে সব সময় দেখেছি এবং ভবিষ্যতেও এই সম্পর্ককে জনকেন্দ্রিক ও জনমুখী সম্পর্ক হিসেবে দেখি, যা কেন্দ্রীয় অনুপ্রেরণামূলক শক্তি হিসেবে সকল মানুষের উপকার করে।’

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে আমরা উদ্বেগ জানিয়েছি। আমরা সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক সম্পত্তিতে হামলার কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা করেছি। আমরা বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে এই সমস্ত বিষয়ে সামগ্রিক গঠনমূলক দৃষ্টিভঙ্গি আশা করি এবং আমরা এই সম্পর্ককে ইতিবাচক, দূরদর্শী ও গঠনমূলক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি বলে তিনি জানান।

সোমবার দুপুরে বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের (এফওসি) আলোচনা হয়। বৈঠকে অংশ নেওয়ার জন্য ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি সকালে ঢাকা আসেন। বিকালে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত