Homeদেশের গণমাধ্যমেসিনেমা মুক্তি পেতে পেতে উৎসাহ হারিয়ে যায়

সিনেমা মুক্তি পেতে পেতে উৎসাহ হারিয়ে যায়

[ad_1]

আইরিন সুলতানা। ছবি: শিল্পীর সৌজন্যে

প্রথম আলো :

সিনেমা দীর্ঘ সময় আটকে থাকলে অভিনেত্রী হিসেবে কেমন লাগে?

আইরিন সুলতানা: খুবই কষ্ট লাগে। আমার মনে হয়, আটকে থাকাটা আমাদের দেশেই বেশি হয়। একটা সিনেমা শুটিং করব, সেটা শেষ হলে মুক্তি পাবে, দর্শক দেখবেন। সেটা নিয়ে প্রতিক্রিয়া পাব। নিজের ভুলভ্রান্তি শিখব। এটা নিয়ে শুরুতে একটা উৎসাহ থাকে। কিন্তু আমাদের এখানে যা হয়, তাতে অনেক সিনেমা মুক্তি পেতে পেতে উৎসাহ হারিয়ে যায়। সিনেমাটি তখনকার সময়ের প্রাসঙ্গিক ছিল। কিছু পরিবর্তন করলে হয়তো ভালো হতো। সেটা তো সম্ভব নয়।

প্রথম আলো :

আপনি সিনেমাটি দেখেছেন?

আইরিন সুলতানা: শুক্রবারেই গিয়েছিলাম সিনেমাটি দেখতে। নিজের সিনেমা সব সময় সমালোচকের মতো দেখি। শুধু মনে হয়, এখানে আরও ভালো করা যেত। ইশ্‌! আবার যদি সুযোগ পেতাম। এবারও তাই মনে হয়েছে। এ ছাড়া সিনেমার যখন শুটিং করি, তখন মাত্র দর্শকেরা অনলাইনমুখী হয়েছেন। সেখানে থেকে এখন আমরা রিলস, শর্টসে ঝুঁকেছি। কত পরিবর্তন হয়ে গেছে। দেখতে দেখতে মনে হয়েছে, এখন আমি অনেক পরিণত।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত