Homeবিনোদনইমরান-পড়শীর ‘কথা একটাই’

ইমরান-পড়শীর ‘কথা একটাই’

[ad_1]

বছরের শেষপ্রান্তে এসে আজ ১০ ডিসেম্বর প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশের ইমরান মাহমুদুল ও জনপ্রিয় গায়িকা পড়শীর নতুন দ্বৈত গান ‘কথা একটাই’। পড়শীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এটি। এর আগে এই দুজন অনেক গানে কণ্ঠ দিয়েছেন।

‘কথা একটাই’ গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর সংগীত করেছেন ইমরান মাহমুদুল। এরই মধ্যে ঢাকার অদূরে পানাম সিটি, বিএফডিসি এবং রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়। গানটি নিয়ে আশাবাদী ইমরান-পড়শী দুজনেই। এ নিয়ে ইমরান বলেন, ‘পড়শীর সঙ্গে বেছে বেছে গান গেয়েছি। যে কারণে প্রতিটি গানই দর্শক শ্রোতার ভীষণ ভালো লেগেছে। আমার এবং পড়শীর গানের প্রতি শ্রোতা দর্শকের আলাদা আগ্রহ আছে, চাহিদা আছে। সেই চাহিদার কথা বিবেচনা করেই আমরা একটি সিনেমাটিক গান করেছি। শ্রোতা দর্শকের কথা ভেবেই এ গানটি করা। আজ প্রকাশ পাচ্ছে গানটি, আশা করছি সবার ভালো লাগবে।’

পড়শী বলেন, ‘ইমরান এবং আমি যতগুলো গান গেয়েছি—বলা যায় প্রতিটি গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। কথা একটাই নতুন প্রত্যাশা নিয়ে করা। তো মনে হচ্ছে যে এবারও আমাদের দুজনের নতুন গান শ্রোতা দর্শকের ভালো লাগবে। কথা একটাই বছর শেষে সবার প্রিয় গান হয়ে উঠে এ প্রত্যাশায় আছি।’

ইমরান ও পড়শী শ্রোতাদের বেশকিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য ‘জনম জনম’, ‘এক দেখায়’, ‘দ্বিতীয় জীবন’, ‘আবদার’, ‘বলে দাও’, ‘যতনে রেখেছি তোমায়’, ‘হৃদয়ের গহীনে’ ইত্যাদি।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত