Homeবিনোদননিউইয়র্ক থেকে জায়েদের উচ্ছ্বাস প্রকাশ, কেন জানেন?  

নিউইয়র্ক থেকে জায়েদের উচ্ছ্বাস প্রকাশ, কেন জানেন?  

[ad_1]

নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানা। বর্তমানে ঠিকানার অনলাইন ভার্সন ও ডিজিটাল প্ল্যাটফর্মও বেশ জনপ্রিয়। এবার ঠিকানায় যোগ দিলেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে নিজেকে মেলে ধরবেন তিনি।

ঠিকানার ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদনমূলক একটি টকশো উপস্থাপনা করবেন ‘অন্তর জ্বালা’খ্যাত নায়ক।

নিউইয়র্ক থেকে উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান কালবেলাকে বলেন, প্রথম কোনো কিছু সব সময়ই স্পেশাল। প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। আমি খুব এক্সাইটেড এবং নার্ভাস। দর্শক কীভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায়। দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি তুলে ধরব অনুষ্ঠানটির মাধ্যমে।

তিনি আরও বলেন, বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে। বাংলা ভাষাভাষীদের জন্য কাজ করে যাচ্ছে। তারা আমাকে এমন একটি আয়োজনে রাখায় কৃতজ্ঞতা।

২০০৬ সালে ভালোবাসা ভালোবাসা সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন জায়েদ খান। প্রেম করবো তোমার সাথে, নগর মাস্তান, ভালোবাসা সীমাহীন, অন্তর জ্বালা ও সোনার চরসহ বহু সিনেমায় দেখা গেছে তাকে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে বিশেষভাবে আলোচনায় আসেন জায়েদ খান। এরপর নানা ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন এই সুদর্শন নায়ক।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত