Homeদেশের গণমাধ্যমেতাইওয়ান ঘিরে ২০২২ সালের চেয়েও বেশি জাহাজ মোতায়েন করেছে চীন: তাইপে

তাইওয়ান ঘিরে ২০২২ সালের চেয়েও বেশি জাহাজ মোতায়েন করেছে চীন: তাইপে

[ad_1]

তাইওয়ানের জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, চীনের নৌবাহিনী ও কোস্টগার্ডের প্রায় ৯০টি জাহাজ এখন পূর্ব চীন সাগর, তাইওয়ান প্রণালি এবং দক্ষিণ চীন সাগরের পানিসীমায় অবস্থান করছে।

এর আগে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, তারা আজ ভোর ছয়টা বাজার আগের ২৪ ঘণ্টায় দ্বীপ এলাকাটির আশপাশে ৪৭টি চীনা যুদ্ধবিমান ও ১২টি যুদ্ধজাহাজ শনাক্ত করেছে।

অবশ্য এই সপ্তাহে ওই এলাকায় চীনের যত যুদ্ধবিমানের উপস্থিতি দেখা গেছে, সে সংখ্যাটা ২০২২ সালের মতো নয়। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরকে কেন্দ্র করে ওই উত্তেজনা তৈরি হয়েছিল। তখন তাইওয়ান ঘিরে ব্যাপক আকারে সামরিক মহড়া চালিয়েছিল বেইজিং।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত