Homeজাতীয়চুয়াডাঙ্গার দামুড়হুদায় ১ কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ১ কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার

[ad_1]

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের একটি আমবাগান থেকে বিজিবি চোরাকারবারীদের ফেলে যাওয়া একটি পোটলা থেকে ১ কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল পৌনে ১০ টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল এ স্বর্ণের বারগুলো উদ্ধার করে। বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দর্শনা থানার বারাদী বিওপি এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালানের একটি গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পনা অনুযায়ী বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার খন্দকার ওবায়দুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত খুঁটির ৮০ থেকে ১০০ গজ অভ্যন্তরে নাস্তিপুর আমবাগানে অবস্থান নেয়।

টহল দলের সন্দেহভাজন এক ব্যক্তিকে ওই এলাকায় দেখে তাকে চ্যালেঞ্জ করা হলে তিনি দ্রুত একটি প্যাকেট ফেলে পালিয়ে যান। পরে টহল দল প্যাকেটটি উদ্ধার করে জনসম্মুখে খুলে দেখে, খাকি রঙের স্কচটেপ মোড়ানো দুইটি পোটলায় ১ কেজি ১৬৪ গ্রাম (৯৯.৭৯ ভরি) ওজনের ১০টি স্বর্ণের বার রয়েছে।

বিজিবি জানায়, এ ঘটনায় হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন। উদ্ধার করা স্বর্ণের বারগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত