Homeদেশের গণমাধ্যমেসিলসের তৃতীয় শিকার মিরাজ, পাওয়ার প্লেতে ৫৫ রান বাংলাদেশের

সিলসের তৃতীয় শিকার মিরাজ, পাওয়ার প্লেতে ৫৫ রান বাংলাদেশের

[ad_1]

বাংলাদেশ ৮ ওভারে ৫৫/৩ (আফিফ ১*, তানজিদ ৩৮*, মিরাজ ১, লিটন ২, সৌম্য ২)

পাওয়ার প্লেতে জেইডেন সিলসের আগুন বোলিংয়ে বাংলাদেশের টপ অর্ডারে বিপর্যয় নেমেছে। সৌম্য সরকার ও লিটন দাসের পর মেহেদী হাসান মিরাজকেও প্যাভিলিয়নে ফেরালেন ওয়েস্ট ইন্ডিজ পেসার। একাই লড়ছেন তানজিদ হাসান তামিম। দশম ওভারের পঞ্চম বলে সিলসের বল ইনসাইড এজ হয়ে স্টাম্পে আঘাত করে। ৫ বলে ১ রান করেন বাংলাদেশের অধিনায়ক। ৫৪ রানে তিন উইকেট হারালো সফরকারীরা।

দ্বিতীয় ওয়ানডেতেও হতাশ করলেন লিটন

লিটন দাস এবারও ব্যর্থ। প্রথম ওয়ানডেতে ২ রান করা বাংলাদেশের ব্যাটার এবার দুই রান বেশি করলেন। তানজিদ হাসান তামিমের সঙ্গে মাত্র ১৫ রানের জুটি গড়ে মাঠ ছাড়লেন তিনি। জেইডেন সিলসের বলে অষ্টম ওভারে এভিন লুইসের ক্যাচ হন লিটন। ১৯ বল খেলেও তেমন কোনও ছাপ রাখতে পারেননি তিনি। ৪১ রানে দ্বিতীয় উইকেট হারালো বাংলাদেশ। 

তৃতীয় ওভারে তানজিদের ১৮ রানের পর আউট সৌম্য

প্রথম তিন ওভারে ১৪ বলই খেললেন তানজিদ হাসান তামিম। প্রথম দুই ওভারে আসে ৮ রান। প্রথম বলেই মারকুইনো মিন্ডলেকে চার মেরে রানের খাতা খোলেন তানজিদ। তৃতীয় ওভারে দুই ছয় ও এক চারে ১৮ রান তোলেন। পরের ওভারের প্রথম বলে জেইডেন সিলস ফেরান সৌম্য সরকারকে। ৫ বলে ২ রান করে গুডাকেশ মোটির ক্যাচ হন তিনি। ২৬ রানে ভাঙলো উদ্বোধনী ‍জুটি।

গ্লোবাল ‍সুপার লিগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন সৌম্য। ফাইনালে ৮৬ রানের ইনিংস খেলে ভিক্টোরিয়ার বিপক্ষে দলকে জেতান। চ্যাম্পিয়ন করার পথে সিরিজ সেরাও হন ১৮৮ রান করে। কিন্তু বাংলাদেশের জার্সিতে বিবর্ণ তিনি। প্রথম ম্যাচে মাত্র ১৯ রান করেন। এবার দুই অংকের ঘরেই যেতে পারলেন না।

টস হেরেছে বাংলাদেশ, একাদশে একটি পরিবর্তন

সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতলেও দ্বিতীয়টিতে টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। মেহেদী হাসান মিরাজদের সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে শুরুতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিকরা।

প্রথম ম্যাচে টস জিতে ২৯৪ রান সংগ্রহ করেও ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে মিরাজদের এই ম্যাচ জয়ের বিকল্প নেই।  

টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের নেওয়ার কারণ হিসেবে প্রথম ম্যাচের কথার পুনরাবৃত্তি করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। সেন্ট কিটসে সকালে উইকেট আর্দ্র থাকে। আর এটাই শুরুর দিকে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। গত ম্যাচে রান তাড়ার সাফল্যের কথাও বলেছেন তিনি।

বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বলেছেন উইকেট যথেষ্ট ভালো। গত ম্যাচের উইকেট ব্যবহৃত হচ্ছে। তিনি আশা করছেন, দলের স্পিনাররা ভালো সুযোগ পাবেন। টস হারলেও বড় স্কোর আশা করছেন তিনি। 

একাদশে কারা

ঘুরে দাঁড়াতে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এনেছে। পেসার তাসকিন আহমেদকে বাইরে রেখে শরিফুল ইসলামকে সুযোগ দেওয়া হয়েছে।  

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানজিম হাসান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। 

ওয়েস্ট ইন্ডিজ একাদশেও পরিবর্তন একটি। অভিষেক হচ্ছে মারকুইনো মিন্ডলের। 

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফানে রাদারফোর্ড, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, জাস্টিন গ্রেভস, মারকুইনো মিন্ডলে, গুডাকেশ মোটি ও জেইডেন সিলস। 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত