Homeবিনোদনছাত্রশিবিরে যোগ দেওয়ার গুজব, প্রতিবাদ জানালেন চিত্রনায়িকা পূজা চেরি

ছাত্রশিবিরে যোগ দেওয়ার গুজব, প্রতিবাদ জানালেন চিত্রনায়িকা পূজা চেরি

[ad_1]

চিত্রনায়িকা পূজা চেরি নাকি ছাত্রশিবিরে যোগ দিয়েছেন! এমন গুজব ছড়ানো হয়েছে ফেসবুকে। তিনি নাকি সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ মহিলা শাখা কমিটির আইন ও মানবাধিকার সম্পাদক! এমন গুজবে বিব্রত পূজা। ফেসবুকে পোস্ট দিয়ে জানালেন প্রতিবাদ। বললেন, ‘এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে’।

গতকাল রাত থেকে ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটি কার্ড। ছাত্রশিবিরের লোগো ব্যবহার করে কার্ডটি বানানো হয়েছে। তাতে রয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা শাখা) কমিটির তালিকা। সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পদ পাওয়া ১৬ জনের নাম লেখা তাতে। ভুয়া ওই কার্ডে দাবি করা হয়েছে, চিত্রনায়িকা পূজা চেরি নাকি এ কমিটির অমুসলিম শাখার আইন ও মানবাধিকার সম্পাদক!

এমন গুজব ছড়ানোর প্রতিবাদ করে মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে পোস্ট দিয়েছেন পূজা চেরি। তিনি লিখেছেন, ‘মানুষ এমন অবান্তর পোস্ট করে কীভাবে, তা আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমার নিয়ে মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমার ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পারসন বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যারা এই রিউমার ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত।’

পূজা চেরি আরও লিখেছেন, ‘এটা শুধু রিউমার পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে। এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমার করা আসলে উচিত না, যাতে জাতি, বর্ণ, ধর্ম—সকল কিছুর ওপর প্রভাব পড়ে।’

সবশেষে পূজা চেরি স্পষ্টভাবে জানিয়ে দেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই। পূজা লিখেছেন, ‘আমি একজন অভিনয়শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি। এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সব সময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এ প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সাথে যুক্ত নই।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত