Homeদেশের গণমাধ্যমেবনশ্রীতে বাড়ির কেয়ারটেকারের রহস্যজনক মৃত্যু

বনশ্রীতে বাড়ির কেয়ারটেকারের রহস্যজনক মৃত্যু

[ad_1]

রাজধানীর খিলগাঁও বনশ্রী মদিনা মসজিদের পাশে একটি খালি প্লট থেকে পাশের বাড়ির কেয়ারটেকার আল-আমিন (৩২) নামের এক জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে সংবাদ পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত হোসেন। আল-আমিনের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী জেলায়। তার বাবার নাম সিরাজ সিকদার।

তিনি বলেন, পরে আইনি প্রক্রিয়া শেষে বিকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

মো. শাখাওয়াত হোসেন বলেন, নিহতের শরীরের কয়েক জায়গায় আগুনে ঝলসানো ছিল। তার শরীরে জাঙ্গিয়া ছাড়া কোনও পোশাক ছিল না। পাশের ১০ তলা ভবনের ছাদের চিলেকোঠায় একটি রুমে থাকতেন তিনি। গত তিন মাস ধরে বাড়িটির ম্যানেজার হিসেবে কাজ করতেন। 

তিনি আরও বলেন, তিনি যে রুমটিতে থাকতেন— সেখানে তার বেডসহ আগুন লাগার আলামত রয়েছে। একটি পোড়া লাকড়ি পড়ে ছিল। তার পরনের পোড়া কাপড়ও পড়ে ছিল। সেখান থেকে সিআইডির ক্রাইম সিন আলামত সংগ্রহ করেছে। তার থাকার রুমটিতে আগুন লাগার কারণে তিনি ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন নাকি অন্য কোনও কারণ রয়েছে— তা তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত