Homeদেশের গণমাধ্যমে৮ বলের মধ্যে ৭ ছক্কা, ৫৩ বলে সেঞ্চুরি—সিলেটে জিশান–ঝড়

৮ বলের মধ্যে ৭ ছক্কা, ৫৩ বলে সেঞ্চুরি—সিলেটে জিশান–ঝড়

[ad_1]

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে মুখোমুখি সিলেট ও ঢাকা বিভাগ। সিলেটের ইনিংসের ১৫তম উঠল ঝড়টা। ঝড় বললে অবশ্য কম বলা হয়, বলা উচিত টর্নেডো। জিশান আলমের সেই টর্নেডোতে লন্ডভন্ড হলেন ঢাকা বিভাগের অফ স্পিনার আরাফাত সানি জুনিয়র। এই অফ স্পিনারের করা ওভারের শেষ পাঁচ বলেই ছক্কা মেরেছেন সিলেটের ওপেনার জিশান।

লং অন-লং অফ-লং অন-ডিপ মিডউইকেট-ডিপ একস্ট্রা কাভার। নিখুঁত সব শটে বলগুলোতে সীমানা ছাড়া করলেন জিশান। বোলার আরাফাত অবশ্য খুব ভালো করতে পারেননি। প্রথম তিনটি ছক্কা খাওয়ার পর তো শেষ দুই বলে খেই হারিয়ে ফুল টসই করে বসলেন। বুক বরাবর করা প্রথম ফুল টসটিকে মিডউইকেট দিয়ে ছক্কা। অফ স্টাম্পের বাইরে ভাসিয়ে দেওয়া পরের বলটি ডিপ একস্ট্রা কাভার দিয়ে মাঠের বাইরে।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত