Homeদেশের গণমাধ্যমেফেনী নদীর ওপর সেতু নির্মাণে ব্যয় হবে ৬৩০ কোটি টাকা

ফেনী নদীর ওপর সেতু নির্মাণে ব্যয় হবে ৬৩০ কোটি টাকা

[ad_1]

প্রকাশিত: ১৭:২১, ১১ ডিসেম্বর ২০২৪  

ফেনী নদীর ওপর সেতু নির্মাণে ব্যয় হবে ৬৩০ কোটি টাকা

ফাইল ফটো


সোনাগাজী ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়কে ফেনী নদীর ওপর একটি সেতু নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় হবে ৬৩০ কোটি ২১ হাজার ২৭৮ টাকা। এর পাশাপাশি সুনামগঞ্জের হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়নে ক্রয় প্রস্তাব পুনঃপ্রক্রিয়াকরণের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।   

বুধবার (১১ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় প্রকল্প দুটি অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, ‘সোনাগাজী ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়কে ফেনী নদীর ওপর সেতু নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের প্যাকেজ নং-বেজা/ডব্লিউ-০১ এর পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের পূর্ত কাজ ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হলে চারটি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। চারটি প্রস্তাবই কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে (১) আরবিসিজি এবং (২) এনডিই প্রকল্পটি বাস্তবায়ন করবে।  

সভায় ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় প্যাকেজ নং-এসইউএন/জামালগঞ্জ/সিডব্লিউ-১ এর ক্রয় কাজে পুনঃদরপত্র আহ্বান সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের পূর্ত কাজের জন্য এক ধাপ দুই খাম পদ্ধতিতে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। তাদের মধ্যে দুটি প্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ হয়। রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্সের ১৯৮ কোটি টাকার ক্রয় প্রস্তাব গত ২৭ মার্চ তারিখের সিসিজিপি সভায় উপস্থাপন করা হলে তা অনুমোদন না করে কিছু তথ্য চাওয়া হয়। সে অনুসারে ওই প্রতিষ্ঠানের কাছে তথ্য চাওয়া হলে কোনো তথ্য দেওয়া হয়নি। ইতোমধ্যে দরপ্রস্তাবটির বৈধতার মেয়াদ উত্তীর্ণ হয়। দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা মেসার্স জামাল ইকবালের ২২৮ কোটি ৭৯ লাখ ৪৬ হাজার ৬৪ টাকার দরপ্রস্তাব দাপ্তরিক প্রাক্কলন অপেক্ষা ১৪.৬৮ শতাংশ বেশি। তাই, পুনঃদরপত্র আহ্বানের প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। কমিটি তাতে অনুমোদন দিয়েছে।

ঢাকা/হাসনাত/রফিক



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত