Homeজাতীয়কাশিয়ানীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস

কাশিয়ানীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস

[ad_1]

কাশিয়ানীতে  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও  বেগম রোকেয়া দিবস ২৪ঊদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করে কাশিয়ানী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।  আজ  বুধবার ১১/১২/২০২৪ইং সকাল ১১:০০ টার সময়  নারী কন্যার সুরক্ষা করি বিশ্ব গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে কাশিয়ানী উপজেলা প্রাঙ্গণে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রা শেষে বেলা ১২ টার  সময় উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাতের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা শ্রীময়ী বাগচির সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদ, সমবায় কর্মকর্তা মুরাদ আলি, মেডিকেল অফিসার মাহফুজা বিনতে রেজা,কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের শহিদুল ইসলাম মুন্না সহ কাশিয়ানীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স  মিডিয়ার  সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত তার বক্তব্য বলেন  নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া  নারীর দুঃখ-দুর্দশা ও সমান অধিকারের দাবি বেগম রোকেয়ার সাহিত্যে জোরালোভাবে উপস্থাপিত হয়েছে।’‘বেগম রোকেয়া ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন একজন আধুনিক নারী। তিনি উপলব্ধি করেছিলেন সমাজ তথা রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য পুরুষের পাশাপাশি নারীকে প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে উপযুক্ত করে গড়ে তোলা একান্ত প্রয়োজন। তাঁর এই উপলব্ধি ও আদর্শ আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।’

দিবসটি উপলক্ষে ৩ জন  বিশিষ্ট নারীকে ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করা হয় ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত