[ad_1]
গত শুক্রবার কলকাতার রাজারহাটের একটি কনসার্টে ইমনকে বাংলা গান না গাওয়ার অনুরোধ করেন এক শ্রোতা। গায়িকাও অনুরোধ উপেক্ষা শ্রোতাদের উদ্দেশে স্পষ্ট ভাষায় বলেন, বাংলায় থাকতে হলে বাংলা গান শুনতে হবে।
ক্ষিপ্ত ইমন চক্রবর্তী মঞ্চ থেকে বলে ওঠেন, ‘জোরের সঙ্গে বলছি, আমি বাংলা গান শুনব না, এটা অন্য কোনো জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত। বাংলায় থাকছ, বাংলায় রোজগার করছ; বাংলা গান শুনবে না বলছ? ফালতু জিনিস করবে না। এই রাজ্যের নাম বাংলা। পাঞ্জাবি গান শোনো, মারাঠি গান শোনো, ইংরেজি গান শোনো বাড়িতে। কিন্তু তোমার সাহস হলো কী করে, আমাকে বাংলা গান গাইতে না বলতে? সাহস কে দিল? এই ভণ্ডামিগুলো কোরো না। সাহস থাকলে স্টেজে এসো। বাংলায় থাকছ, বাংলায় চাকরি করছ, বাংলায় রোজগার করছ, এদিকে বাংলা গান শুনবে না বলছ!’
[ad_2]
Source link