Homeদেশের গণমাধ্যমেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী সভ্যতা বিনির্মাণ বিষয়ক সেমিনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী সভ্যতা বিনির্মাণ বিষয়ক সেমিনার

[ad_1]


কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৯, ১১ ডিসেম্বর ২০২৪  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী সভ্যতা বিনির্মাণ বিষয়ক সেমিনার


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগে ‘মুসলিম উম্মাহ গঠন: নয়া ইসলামী সভ্যতা বিনির্মাণের পূর্বশর্ত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ফিলসোফি স্টুডেন্ট ইউনিয়ন এতে  সহযোগিতা করেন।

দর্শন বিভাগের সহকারি অধ্যাপক ও ফিলোসফি স্টুডেন্ট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়াম্যান মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী।

প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মুনির হোসেন তালুকদার ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রব্বানি।

এ সময় বক্তারা বলেন, “আজকের সেমিনারের বিষয়বস্তু মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ইসলামকে অনুসরণ করেন, তারাই মুসলিম উম্মাহ। অর্থাৎ যারা লক্ষ্য অর্জনের জন্য একই পথ অনুসরণ করেন। যারা লক্ষ্য অর্জনের জন্য একই পথ অনুসরণ করবেন, তারা অবশ্যই ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হবেন।”

তারা আরো বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আজ বিশ্বে মুসলমানদের মধ্যে অনৈক্য বিরাজ করছে। বিভেদ-বিভাজন আজ মুসলমানদের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে পারে এবং সত্যিকারের ইসলামী উম্মাহ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, তাহলেই কেবল নয়া ইসলামী সভ্যতা বিনির্মাণ সম্ভব। সেখানে থাকবে না কোন সংঘাত, হানাহানি; কেবলই বিরাজ করবে শান্তি ও সমৃদ্ধি।”

ঢাকা/হাসান/মেহেদী



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত