[ad_1]
প্রকাশিত: ২৩:৫০, ১১ ডিসেম্বর ২০২৪

সিরিজের প্রথম ম্যাচেই হলো ধুন্ধুমার লড়াই। আর সেই লড়াইয়ে শেষ বলে জয় পেলো জিম্বাবুয়ে। আজ বুধবার হারারেতে আফগানিস্তান আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৪ রান করে। জবাবে শেষ বলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
রান তাড়া করতে নেমে ১১ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। এরপর ব্রিয়ান বেনেট ও ডিওন মায়ার্স ৭৫ রানের জুটি গড়ে দলের জয়ে ভিত গড়ে দেন। অবশ্য ম্যাচের চিত্র পাল্টে দেয় নাভিন উল হকের করা ১৩ বলের ওভারটি। ১৫তম ওভারে ১৩ বল করেন নাভিন। রান দেন ১৯টি। অবশ্য ওই ওভারে উইকেটও হারায় একটি জিম্বাবুয়ে। বেনেট ৪৯ বলে ৫ চারে করেন ৪৯। আর মায়ার্স ২ চার ও ১ ছক্কায় করেন ৩২ রান। শেষ দিকে তাশিংগা মুসেকিওয়া অপরাজিত ১৬ ও ওয়েলিংটন মাসাকাদজা অপরাজিত ৬ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন।
বল হাত আফগানিস্তানের নাভিন উল হক ৪ ওভারে ১ মেডেনসহ ৩৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। আর রশিদ খান ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ২টি উইকেট।
তার আগে আফগানিস্তানের ইনিংসে ফিফটির দেখা পান করিম জানাত। তিনি ৫টি চারে ৫৪ রানের ইনিংস খেলেন। মোহাম্মদ নবী ২৭ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৪ রানের ইনিংস খেললে তাদের রান ১৪৪ পর্যন্ত যায়। এর বাইরে হযরতউল্লাহ জাজাই করেন ২০ রান। ১৩ রান করেন আজমতউল্লাহ ওমরজাই।
জিম্বাবুয়ের রিচার্ড এনগ্রাভা ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। ম্যাচসেরা হন বেনেট।
ঢাকা/আমিনুল
[ad_2]
Source link