Homeদেশের গণমাধ্যমেচুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা, হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর চাপ

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা, হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর চাপ

[ad_1]

এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে জনজীবন অনেকটাই থমকে গেছে। মানুষের স্বাভাবিক কার্যক্রম অনেকটাই ব্যাহত হচ্ছে। বিশেষ করে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্টে আছে। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোয় প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ।

আজ সকাল ১০টায় সদর হাসপাতালের ১৫ শয্যার শিশু ওয়ার্ডে অন্তত ৫০ জন রোগী চিকিৎসাধীন ছিল। এ ছাড়া ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন ৬০ জন রোগীর মধ্যে বেশির ভাগই ছিল শিশু। একইভাবে পুরুষ ও নারী মেডিসিন ওয়ার্ডে ঠান্ডাজনিত রোগ নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, শ্বাসকষ্ট ও শ্বাসতন্ত্রের রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণের বেশি। এ ছাড়া বহির্বিভাগেও রোগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত