[ad_1]
বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম গায়িকা লগ্নজিতা।লাইভ শো-তে নিজের গাওয়া গানকে বেসুরো বলতেও কোনও দ্বিধা নেই তাঁর।
সম্প্রতি এক পডকাস্টে বসে মনের কথা অপকটে বললেন লগ্নজিতা। জানালেন, গায়িকা হওয়ার স্বপ্ন কোনওদিনই ছিল না। পুরোটাই ‘অ্যাক্সিডেন্টাল’।
লগ্নজিতা বলেন, ‘আমি কনভেনশন্যাল, আন-কনভেনশ্যাল কোনও গায়িকাই হতে চাইনি। সৃজিতদা, অনুপমদা যদি আমাকে বসন্ত এসে গেছে-র জন্য না ডাকত, তাহলে আমার গান গাওয়া হত না।’
স্ট্রেট আপ উইথ শ্রী-তে লগ্নজিতা মিউজিক ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ নিয়েও সরব হন। তিনি বলেন, না শুলে কাজ পাওয়া যায় না এটা ভ্রান্ত ধারণা। লগ্নজিতার কথায়, না শুলে কাজ পাওয়া যায় না, এটা ভুল কথা। পাওয়া যায়, তবে একটু দেরিতে পাওয়া যায়’।
[ad_2]
Source link