Homeদেশের গণমাধ্যমে৩৮ শতাংশ মানুষ এখনো সিদ্ধান্ত নেননি, কাকে ভোট দেবেন: বিআইজিডির জরিপ

৩৮ শতাংশ মানুষ এখনো সিদ্ধান্ত নেননি, কাকে ভোট দেবেন: বিআইজিডির জরিপ

[ad_1]

জরিপে গ্রাম ও শহরের নানা শ্রেণি–পেশার ৪ হাজার ১৫৮ মানুষের মতামত নেওয়া হয়৷ তাঁদের ৫৩ শতাংশ পুরুষ, ৪৭ শতাংশ নারী; ৫১ শতাংশ গ্রামের ও ৪৯ শতাংশ শহুরে। জরিপে দেশের রাজনীতি, অর্থনীতি, অন্তর্বর্তী সরকারের মেয়াদ, চলমান সমস্যা, সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে মানুষের মতামত জানতে চাওয়া হয়। গত ১৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সময়ে এই জরিপ চালানো হয়। এর আগে গত সেপ্টেম্বরে বিআইজিডির পালস সার্ভের প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছিল।

জরিপে প্রশ্ন করা হয়, গত এক মাসের রাজনৈতিক অবস্থা চিন্তা করে আপনার কী মনে হয়, বাংলাদেশ ঠিক পথে নাকি ভুল পথে যাচ্ছে? উত্তরে ৫৬ শতাংশ মানুষ বলেছেন, দেশ ঠিক পথে যাচ্ছে। ৩৪ শতাংশ মানুষ মনে করেন, দেশ ভুল পথে যাচ্ছে। পুরুষদের ৫৭ শতাংশ আর নারীদের ৫৩ শতাংশ মনে করেন, দেশ রাজনৈতিকভাবে সঠিক পথে যাচ্ছে। তবে গত আগস্টে বিআইজিডির জরিপে ৭১ শতাংশ মানুষ বলেছিলেন, দেশ ঠিক পথে যাচ্ছে। ভুল পথে যাচ্ছে বলেছিলেন ১২ শতাংশ।

একইভাবে গত এক মাসের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় দেশ ঠিক পথে নাকি ভুল পথে যাচ্ছে? এমন প্রশ্নের জবাবে ৪৩ শতাংশ মানুষ বলেছেন, দেশ ঠিক পথে যাচ্ছে৷ ভুল পথে যাচ্ছে বলে মনে করেন ৫২ শতাংশ মানুষ৷ পুরুষদের ৪৩ শতাংশ আর নারীদের ৩৯ শতাংশ মনে করেন, দেশ অর্থনৈতিকভাবে ঠিক পথে যাচ্ছে। গত আগস্টে এ ক্ষেত্রে বিআইজিডির জরিপে ৬০ শতাংশ মানুষ বলেছিলেন, দেশ ঠিক পথে যাচ্ছে, ভুল পথে যাচ্ছে বলেছিলেন ২৭ শতাংশ।

রাজনীতি ও অর্থনীতি মিলিয়ে আশাবাদী ৩৭ শতাংশ মানুষ আর নিরাশাবাদী ২৯ শতাংশ। আগের জরিপে আশাবাদী ছিলেন ৬৮ শতাংশ আর নিরাশাবাদী ১৩ শতাংশ।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত