Homeজাতীয়শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা স্থগিত করলো মাউশি

শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা স্থগিত করলো মাউশি

[ad_1]

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ডেকে তা স্থগিত করলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

মাউশি সূত্র বলছে, বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা আহ্বান করা হয়। কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে।

সূত্র আরও বলছে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আলোচনা সভাও স্থগিত করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

জানতে চাইলে বৃহস্পতিবার রাতে প্রশাসন শাখার উপপরিচালক মো. শাহজাহান বলেন, ‘(শহীদ বুদ্ধিজীবী দিবসে) আলোচনা সভা ডাকা হলেও ডিজি স্যার মন্ত্রণালয়ে কথা বললে তা করতে মানা করা হয়। সভাটি স্থগিত করা হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যে আলোচনা সভা করতে বলা হয়েছিল সেটি অনুষ্ঠিত হবে।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে। পরিকল্পিতভাবে ১৪ ডিসেম্বরে সবচেয়ে বেশীসংখ্যক বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ ঘোষণা করেছিলেন। গণঅভ্যুত্থানে রাষ্ট্র ক্ষমতার পালাবদলের পর আগামী ১৪ ডিসেম্বর প্রথম শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করতে যাচ্ছে বাংলাদেশ।

আগামী শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে এর তাৎপর্য তুলে ধরে সব শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা আয়োজন করতে ইতিমধ্যে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

শহীদ বুদ্ধিজীবী দিবসে সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এরপর সেখানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজমের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন। সেখান থেকে তারা রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর সকাল সাড়ে ৮টা থেকে রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত