Homeদেশের গণমাধ্যমেফিস্টুলা নির্মূলে ঢাকায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

ফিস্টুলা নির্মূলে ঢাকায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

[ad_1]

২০৩০ সালের মধ্যে দেশের প্রান্তিক পর্যায় এবং বিশেষত মহিলাদের প্রসবজনিত ফিস্টুলা নির্মূলের প্রতিশ্রুতিকে সামনে রেখে ঢাকায় দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল সোসাইটি অব অবস্ট্রেটিক ফিস্টুলা সার্জন্স (আইএসওএফএস)-এর ৯ম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকাল ৫টায় বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারের (বিআইসিসি) লিজান্ডারি হলে সম্মেলনটির উদ্বোধন উপলক্ষে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল সোসাইটি অব অবস্ট্রেটিক ফিস্টুলা সার্জন্স (আইএসওএফএস)-এর সভাপতি অধ্যাপক সায়েবা আকতার।

মিট দ্য প্রেসে জানানো হয়, এবারের সম্মেলনের মূল উদ্দেশ্য- প্রসবজনিত ফিস্টুলা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি, উন্নত চিকিৎসার সুযোগ তৈরি করা এবং এই রোগের বিরুদ্ধে বিশ্বব্যাপী যৌথ প্রচেষ্টা গড়ে তোলা। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ শতাধিক চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষক একত্রিত হবেন বলেও জানানো হয়।

এর আগে ওজিএসবি হাসপাতালে গত ৯ ডিসেম্বর (সোমবার) থেকে ১১ ডিসেম্বর (বুধবার) পর্যন্ত কনফারেন্স পূর্ববর্তী কর্মশালা অনুষ্ঠিত হয়। যেখানে দেশ-বিদেশের বিখ্যাত ফিস্টুলা সার্জনরা অংশগ্রহণ করেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভার্চুয়াল বার্তায় ফিস্টুলা সার্জনদের অনুপ্রাণিত করেন এবং সম্মেলনের জন্য শুভকামনা জানান। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত