Homeদেশের গণমাধ্যমে‘দর্শক ভিএফেক্সের প্রশংসা করছে’ 

‘দর্শক ভিএফেক্সের প্রশংসা করছে’ 

[ad_1]

দেশের ২৫টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে ‘ডেঞ্জার জোন’ চলচ্চিত্রটি। শুক্রবার (১৩ ডিসেম্বর) মুক্তি পেয়েছে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও জলি অভিনীত ভৌতিক ঘরানার এই সিনেমা। পরিচালক বেলাল সানি আগেই দাবি করেছিলেন এমন সিনেমা বাংলাদেশে কখনো হয়নি। 

শনিবার (১৪ ডিসেম্বর) পরিচালকের কাছে জানতে চাওয়া হয় কেমন চলছে তার এই ছবিটি। অনেকটা তৃপ্তির ঢেঁকুর তুলে সানি বলেন, এই সময়ে সব জায়গায় সিনেমার দর্শক কম। সময় হিসেবে রেসপন্স ভালোই পাচ্ছি আমরা। আজাদসহ বেশ কয়েকটি হলের রিপোর্ট ভালো পেয়েছে। এমনকি সিনেপ্লক্সে যারা সিনেমা দেখেছে এই ধরনের ভিএফএক্স গাছ মানুষ খেয়ে ফেলা থেকে শুরু করে অনেক দৃশ্য দারুণভাবে গ্রহণ করেছেন। 

তিনি আরও বলেন, আমরা নতুন কিছু দেখানোর চেষ্টা করেছি। হলে দর্শকের ভালো প্রতিক্রিয়া পেয়েছি। 
প্রচারণা সঠিকভাবে করতে পারিনি। সময় কম ছিল। প্রচারণা আরও ভালোভাবে করতে পারলে সিনেমাটি বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারত। তবে দ্বিতীয় সপ্তাহে নতুন কিছু হলে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।  

এদিকে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী বলেন, জঙ্গলের সিক্যুয়েন্স থেকে দর্শকরা সিনেমাটি উপভোগ করেছেন। হলে গিয়ে সিনেমাটি দেখেছি। দর্শক রেসপন্স ভালো ছিল। দর্শকরা নতুনত্ব পাবেন এই সিনেমায়। 

‘ডেঞ্জার জোন’ সিনেমায় আরও অভিনয় করেছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকারসহ অনেকে।
 

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত