[ad_1]
রাজধানীর তেজগাঁও রেল স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় কাটা পড়ে এক পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন জিসান (২৫) নামের এক যুবক।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে নিয়ে আসা আহতের দুই সহকর্মী জিসান ও আলামিন বলেন, ‘রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কায় বাম পায়ের নিচের অংশ কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায় জিসানের। অপর পা ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয় সে। পরে সেখান থেকে বিচ্ছিন্ন পাসহ তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসি।’
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, আহত যুবক ঢামেকে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও জানান, তার অবস্থা গুরুতর।
আহত জিসান তেজগাঁও রেলস্টেশন এলাকায় থাকেন।
[ad_2]
Source link