Homeদেশের গণমাধ্যমেআমির–ইমাদ কি তাহলে আফ্রিদি হতে চান

আমির–ইমাদ কি তাহলে আফ্রিদি হতে চান

[ad_1]

সদ্য দ্বিতীয়বারের মতো সাবেক হওয়া আমির প্রথম অবসর শব্দটি মুখে আনেন ২০১৯ সালে, টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন পাকিস্তানের ফাস্ট বোলার। পরের বছর ডিসেম্বরে বিদায় বলে দেন আন্তর্জাতিক ক্রিকেটকেই। এর আগে ২০১০ সালে স্পট ফিক্সিংয়ের দায়ে জেল খাটায় লম্বা একটা অবসর জীবন তাঁর আগেই কাটানো হয়ে গিয়েছিল।

ইমাদ প্রথমবার অবসরের ঘোষণা দিয়েছিলেন ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর। আমির ও ইমাদ, দুজনেই অবসর ভাঙার ঘোষণা দেন এ বছরের মার্চে। ফিরে এসে টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন, কিন্তু এখন আবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। কে জানে, কবে আবার বলবেন, থুক্কু, আমরা আবার পাকিস্তান দলে খেলতে চাই।

শচীন টেন্ডুলকার বলুন বা বিরাট কোহলি অথবা আফ্রিদি বা আমির—অনেক ক্রিকেটারকেই বলতে শোনা গেছে একটি কথা; ক্রিকেট খেলাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা। সেই ভালোবাসাকে একবার ছেড়ে দেওয়া, আবার কাছে টেনে নেওয়া; এমন ছেলেখেলা করায় কী কারণ নিহিত থাকতে পারে?

লাইলি–মজনু, শিরি–ফরহাদ, ইউসুফ–জোলেখার প্রেমকাহিনির দিকে তাকালে কী দেখবেন? কখনো পরিবারের রক্তচক্ষু, কখনো দ্রোহ, কখনো বঞ্চনা বা অভিমানে টুটেছে বন্ধন। কিন্তু প্রেম বা ভালোবাসার বিনাশ কারও মন থেকেই কখনো হয়নি।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত