[ad_1]
সরকার পতনের পর হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ও সহসভাপতি মজিবর মণ্ডলের পক্ষ সাইফুল ইসলামের সেই ব্যবসা নিজেদের নিয়ন্ত্রণে নেন। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ান স্থানীয় যুবদল কর্মী মো. শামীম আহমেদ ও তাঁর লোকজন। শনিবার জিয়াউর রহমানের পক্ষ কারখানা থেকে মালামাল বের করতে গেলে বাধা দেন শামীমের লোকজন। ওই সময় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় স্থানীয় প্রত্যক্ষদর্শীসহ অন্তত আটজন আহত হলে তাঁদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহত ব্যক্তিরা হলেন জুয়েল ঢালী (৩২), মো. মোবারক (৩০), মো. জুনায়েদ (২৮), মো. রফিকুল (৩০), মো. মজিবুর রহমান (৫০), মো. আনোয়ার (৩০), মো. শাহিন আলম (৪৫) ও মো. ফারুক (২৮)। তবে দুই পক্ষ থেকেই ১০ জন করে আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ও ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানানো হয়েছে। এ সময় শামীম গ্রুপের ১৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
[ad_2]
Source link