[ad_1]
বিরোধী দল ইউরোপা পার্টির একজন আইনপ্রণেতা রিকার্ডো ম্যাগি বলেন, হাভিয়েরকে নাগরিকত্ব দেওয়া হলো ‘সেসব মানুষের সঙ্গে অসহনীয় বৈষম্য করা, যাঁরা অনেক বছরের চেষ্টার পর এটি পান।’
গত ফেব্রুয়ারিতেও হাভিয়ের মিলেই ইতালি সফর করেছিলেন। তখন এক টেলিভিশন সাক্ষাৎকারে হাভিয়ের বলেছিলেন, তিনি নিজেকে ‘৭৫ শতাংশ ইতালিয়ান’ মনে করেন। কারণ, তাঁর দাদা-দাদির তিনজন ছিলেন ইতালির নাগরিক। আর এ কারণে ইতালির অপেরার প্রতি তাঁর অন্য রকম এক আবেগ কাজ করে।
উদারপন্থী হাভিয়ের মিলেই ও রক্ষণশীল জর্জিয়া মেলোনির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। গত মাসে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে যখন তাঁদের দেখা হয়, তখন আর্জেন্টাইন নেতা ইতালির অতিথিকে নিজের একটি ভাস্কর্য উপহার দিয়েছিলেন।
[ad_2]
Source link