[ad_1]
অ্যাডিলেড টেস্টে ১৪০ রানের ইনিংস খেলা হেড আজ টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরিটি ছুঁয়েছেন ১১৫ বলে। তাঁর ইনিংসটিতে ছিল ১৩টি চার। ঠিক আগের ম্যাচে তিন অঙ্কের ইনিংস খেললেও ব্রিসবেনে হেডের সেঞ্চুরি এসেছে টানা তিন শূন্যের পর। এ মাঠে খেলা সর্বশেষ তিন টেস্ট ইনিংসেই তিনি ০ রানে আউট হয়েছিলেন; প্রতিবারই প্রথম বলে।
এ বছরের জানুয়ারিতে কিং পেয়ার (দুই ইনিংসেই প্রথম বলে আউট) পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তার আগে ২০২২ সালের ডিসেম্বরে ০ রানে আউট হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে।
এক পঞ্জিকাবর্ষে একই মাঠে কিং পেয়ার ও সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান হেড।
[ad_2]
Source link