Homeদেশের গণমাধ্যমে২০০ বছরের রেইনট্রির মগডালে আগুন, নেভাতে ছুটে এলো ফায়ার সার্ভিস

২০০ বছরের রেইনট্রির মগডালে আগুন, নেভাতে ছুটে এলো ফায়ার সার্ভিস

[ad_1]

কিশোরগঞ্জে প্রায় ২০০ বছর বয়সী একটি রেইনট্রি গাছে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজার গিফারি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ শহরের আলোর মেলা পুরাতন কোর্ট এলাকায় রাস্তার পাশে ২০০ বছর বয়সী একটি রেইনট্রি গাছের মগডালে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। এ আগুন দেখে পুরাতন কোর্ট এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ড রুমসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিচের খড়কুটার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। মগডালে ছড়িয়ে পড়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় আশপাশের সরকারি অফিসের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এসকে রাসেল/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত