Homeপ্রবাসের খবররাহাত ফতেহ আলীর কনসার্টে শিক্ষার্থীদের জন্য সুখবর

রাহাত ফতেহ আলীর কনসার্টে শিক্ষার্থীদের জন্য সুখবর

[ad_1]

পাকিস্তানের জনপ্রিয় গায়ক রাহাত ফতেহ আলী খানের চ্যারিটি কনসার্টে শিক্ষার্থীদের জন্য রয়েছে সুখবর। আয়োজকরা জানিয়েছেন, এ কনসার্টের টিকিটে শিক্ষার্থীদের জন্য থাকছে সর্বোচ্চ ৩৬ শতাংশ ছাড়।

‘ইকোস অব রেভ্যুলেশন’ নামের কনসার্টের মূল আকর্ষণ বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী খান।

 

আসন্ন কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে ৯ ডিসেম্বর থেকে। অনলাইনেও চলমান রয়েছে টিকিট সংগ্রহের প্রক্রিয়া। নির্ধারিত মূল্যে এ টিকিট সংগ্রহ করা গেলেও ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন থেকে সুলভ মূল্যে সংগ্রহ করা যাবে এ কনসার্টের টিকিট। তবে এ সুযোগ শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য।

 

জানা যায়, বিজয়ের দিন আগামীকাল সোমবার প্রথম প্রহর থেকে শিক্ষার্থীরা টিকিট ক্রয়ে ১৬ থেকে ৩৬ শতাংশ পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট (ছাড়) পাবেন। চব্বিশের জুলাই বিপ্লবে সর্বস্তরের জনসাধারণের মধ্যকার গণঅভ্যুথ্থানে শিক্ষার্থীদের বিশেষ ভূমিকার কারণে এ সুবিধা পাবেন তারা।

 

কনসার্টের টিকিট তিনটি ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে। এগুলো হলো ‘ভিআইপি’, ‘ফ্রন্ট রো’ এবং ‘জেনারেল’। আয়োজকরা জানিয়েছেন, এ তিন ক্যাটাগরিতেই ছাড় পাবেন শিক্ষার্থীরা।

 

‘ভিআইপি’ টিকিটের মূল্য সাধারণত ১০ হাজার টাকা। এই টিকিট ক্রেতারা মঞ্চের সামনে বসে অনুষ্ঠান উপভোগ করবেন। ১৬ ডিসেম্বর ‘বিজয় দিবস’-র দিন থেকে শিক্ষার্থীরা টিকিট কিনলে এ টিকিটে ১৬ শতাংশ ডিসকাউন্ট পাবেন।  এতে টিকিটের ছাড়সহ মূল্য হবে ৮৪০০ টাকা।

 

‘ফ্রন্ট রো’ টিকিটের মূল্য ৪ হাজার ৫০০ টাকা। এই টিকিট ক্রেতারা সামনের সারি থেকে কনসার্ট উপভোগ করবেন। এ টিকিটে শিক্ষার্থীরা ২৪ শতাংশ ডিসকাউন্ট পাবেন। এতে টিকিটের ছাড়সহ মূল্য হবে ৩৪২০ টাকা।

 

‘জেনারেল’ টিকিটের মূল্য ২ হাজার ৫০০ টাকা। এই টিকিট ক্রেতারা পিছনের সারি থেকে কনসার্ট উপভোগ করবেন। এ টিকিটে শিক্ষার্থীরা ৩৬ শতাংশ ডিসকাউন্ট পাবেন। এতে টিকিটের ছাড়সহ মূল্য হবে ১৬০০ টাকা।

 

ডিসকাউন্ট পেতে টিকিট কেনার সময় শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল ইমেইল এড্রেস ব্যবহার করতে হবে। যেসকল শিক্ষার্থীদের ইনস্টিটিউশনাল ইমেইল নেই তারা অন্যদের সহযোগিতায় টিকিট কাটতে পারবেন।

 

 

রাজধানী ঢাকার পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ১৬ ডিসেম্বর থেকে কনসার্টের বুথ বসানো থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও একটা বুথ বসানো হবে। এসব বুথ থেকে সহযোগিতা নিয়ে অথবা নিজেরাই অনলাইনে টিকিট কাটতে পারবেন শিক্ষার্থীরা। আগামী ১৯ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত টিকিটি বিক্রি চলবে।

 

চ্যারিটি শো ‘ইকোস অব রেভ্যুলেশন’ নামের এই কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী খান বিনা পারিশ্রমিকে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। কনসার্টে আরও গান গাইবেন জনপ্রিয় দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা। এর বাইরেও, জনপ্রিয় র‍্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকছে এ কনসার্টে।

 

 

সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে। এ কনসার্টের টাইটেল স্পন্সর প্রাইম ব্যাংক।

 

ছাত্র- জনতার জুলাই অভ্যু্ত্থানে আহত ও নিহতদের সহায়তার জন্য কনসার্টের টিকিট বিক্রির সব অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি। এ কনসার্ট অনুষ্ঠিতর জন্য এরইমধ্যে আর্মি স্টেডিয়ামের ভাড়া মওকুফ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আগামী ২১ ডিসেম্বর বসবে জমকালো এ গানের আসর। 

 

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত