Homeদেশের গণমাধ্যমেআবারও হার বার্সার, শীর্ষস্থান ধরে রাখা নিয়ে শঙ্কা

আবারও হার বার্সার, শীর্ষস্থান ধরে রাখা নিয়ে শঙ্কা

[ad_1]

স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থানে নিজেদের অবস্থান নিরঙ্কুশ করতে পারছে না বার্সেলোনা। আগেরদিন রায়ো ভায়েকানোর সঙ্গে ৩-৩ গোলে ড্র করার পলে রিয়াল মাদ্রিদের শীর্ষে ওঠা হয়নি। সে সুযোগে শীর্ষস্থানে নিজেদের অবস্থান নিরঙ্কুশ করার সুযোগ ছিল বার্সার। আবার একই সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদও চোখ রাঙাচ্ছিলো বার্সাকে।

রোববার রাতে এসব কোনো প্রশ্নেরই জবাব দিতে পারেনি হান্সি ফ্লিকের শিষ্যরা। কারণ, ঘরের মাঠে লেগানেসের মত দলের কাছে এভাবে অসহায় আত্ম সমর্পন করতে হবে, তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। ঘরের মাঠে ০-১ গোলে হেরে যেতে হলো বার্সাকে।

এই পরাজয়ের ফলে ১৮ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট আগের সেই ৩৮ই। তবে, রোববার রাতে গেটাফেকে ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ কম খেলে বার্সার সমান ৩৮ পয়েন্ট অ্যাটলেটিকো মাদ্রিদেরও। ২২ ডিসেম্বর বার্সা এবং অ্যাটলেটিকো পরস্পর মুখোমুখি হবে। ওই ম্যাচ হবে যেন একটি ফাইনাল। যে জিতবে, তারাই এককভাবে উঠে যাবে শীর্ষে।

বার্সেলেনোকে খেলতে হয়েছে কোচ হান্সি ফ্লিকেক ছাড়াই। আগের ম্যাচেই রেফারির সিদ্ধান্তের বিরোধীতা করায় লাল কার্ড দেখেন কোচ হান্সি ফ্লিক। পরে লা লিগা কর্তৃপক্ষ তাকে ২ ম্যাচের সাইডলাইন নিষেধাজ্ঞা দিয়েছিলো। যে কারণে লেগানেসের বিপক্ষে আজ ডাগআউটে ছিলেন হান্সি ফ্লিক। এমনকি ২২ ডিসেম্বর অ্যাটলেটিকোর বিপক্ষে ম্যাচেও তিনি দায়িত্ব পালন করতে পারবেন না।

চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছে বার্সা। ৬ ম্যাচের ৫টিতেই জিতেছে তারা। অন্যদিকে লা লিগায় রয়েছে বাজে অবস্থায়। নিজেদের মাঠ এবং নিজেদের দর্শকদের সামনে এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারলো কাতালানরা। অন্যদিকে বার্সেলোনার মাঠে তাদেরই বিপক্ষে লেগানেসের এটা প্রথম জয়। ১৫ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে টেবিলের ১৫তম স্থানে।

ম্যাচের চতুর্থ মিনিটেই গোল পেয়ে যায় লেগানেস। ডিফেন্ডার সার্জিও গঞ্জালেজের বুলেট গতির হেড বার্সা গোলরক্ষক ইনাকি পিনা ঠেকানোর চেষ্টা করারই সুযোগ পাননি। এই একটি গোলই ম্যাচের জয়-পরাজয় নির্ধারণ করে দিলো। বার্সা কোনোভাবেই পারেনি এই গোলটি শোধ করতে।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত