Homeদেশের গণমাধ্যমেআ’লীগের সময় শ্রদ্ধা জানাতে গিয়ে নাজেহাল হয়েছে ভিন্নমতের মানুষ

আ’লীগের সময় শ্রদ্ধা জানাতে গিয়ে নাজেহাল হয়েছে ভিন্নমতের মানুষ

[ad_1]

তরুণদের মাধ্যমেই আগামীর নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, ১৯৭১ সালের তরুণরা স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু স্বাধীনতা রক্ষা করতে পারে নাই, দেশ উল্টো পথে চলছিল। আজকের তরুণরা সরকারে আছে, আগামীর সরকারেও থাকবে, বর্তমানে রাজনীতি করছে এবং এই তরুণদের মাধ্যমেই আগামীর নতুন বাংলাদেশ গড়ে উঠবে।

তিনি আরও বলেন, আমাদের জীবনে আজকের এই বিজয় দিবস ঘটনাবহুল এবং গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ এর আগেও আমরা এখানে ফুল দিতে, শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। আপনারা দেখেছেন, গত ১৬ বছরে যেভাবে একটা একদলীয় ইতিহাস বিনির্মাণের অপচেষ্টা হয়েছে, সেখানে ভিন্নমতের মানুষ শ্রদ্ধা নিবেদন করতে এসেও নাজেহাল হয়েছে, হয়রানির শিকার হয়েছে।

নুরুল হক নুর বলেন, আজকে অন্তর্বর্তী সরকার বিভিন্ন দলমতের মানুষকে রাষ্ট্রীয় প্রোগ্রামে আমন্ত্রণ করেছে। আমরাও ছিলাম। এটি আমাদের জন্য আনন্দের এবং ঐতিহাসিক একটা দিন। আমরা বিদেশি বন্ধু পূর্ব তিমুরের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি।

তিনি আরও বলেন, দুঃখজনক এবং দুর্ভাগ্য যে, মুক্তিযুদ্ধের দাবিদার দলটি কিন্তু মুক্তিযুদ্ধবিরোধী কর্মকাণ্ড করেছে। সবশেষ গণহত্যার মধ্য দিয়ে প্রমাণিত যে, তারা মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও অন্তরে মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শবিরোধী তাদের কর্মকাণ্ড ছিল।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, তরুণদের মনে রাখতে হবে, এই ৫৩ বছরে আমাদের রাজনৈতিক ইতিহাস খুব সুখকর নয়। কেউ কথা রাখেনি। যারাই ক্ষমতায় গেছে তারাই লঙ্কায় গিয়ে রাবনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

মাহফুজুর রহমান নিপু/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত