Homeজাতীয়বিজয় র‌্যালিতে অংশ নিতে শহীদ মিনারে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

বিজয় র‌্যালিতে অংশ নিতে শহীদ মিনারে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

[ad_1]

বিজয় দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে বিজয় র‌্যালিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছাত্র-জনতা জড়ো হচ্ছেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ১০টায় কর্মসূচির ঘোষণা করে সংগঠনটি। তবে ঠিক ১০টায় তেমন কাউকে দেখা না গেলেও বেলার বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে উচ্ছ্বসিত জনতার ভিড় বাড়তে থাকে।

বৈষম্যবিরোধীদের বিভিন্ন ইউনিটের ব্যানার হাতে স্লোগান দিতে জড়ো হতে দেখা গেছে ঢাকার ও আশেপাশের শাখা কমিটিগুলোকে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থেকে মাদ্রাসা ছাত্র, নবদম্পতিসহ নানা স্তরের মানুষ আসছেন দল বেঁধে। কেউ কেউ পরিবার নিয়ে এসেছেন বিজয় র‍্যালিতে যোগ দিতে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে বিজয় র‌্যালিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছাত্র-জনতা জড়ো হচ্ছেন। ছবি: নাসিরুল ইসলাম

শহীদ মিনারে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ; দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকাসহ নানা স্লোগানে সরগরম হয়ে উঠেছে শহীদ মিনার প্রাঙ্গণ।

এছাড়াও বিজয় দিবস উপলক্ষে অনেকেই পরেছেন লাল-সবুজ রঙের পোশাক। কেউ কেউ গালে একেঁছেন বাংলাদেশের পতাকা। কেউ বেঁধেছেন মাথায়। অনেকেই এসেছেন শিশুদের সঙ্গে নিয়ে। তাদের মাথায় ফুল। গালে বাংলাদেশের পতাকা আঁকা। হাসি-আনন্দে উচ্ছ্বসিত সবাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে র‍্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত