Homeরাজনীতিপ্রতিশোধ নিতে ২৪ দিয়ে একাত্তরকে মুছে দিতে চাইছে: জাসদ

প্রতিশোধ নিতে ২৪ দিয়ে একাত্তরকে মুছে দিতে চাইছে: জাসদ

[ad_1]

মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে ২৪ দিয়ে একাত্তরকে মুছে ফেলতে চাইছে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এক আলোচনা সভায় জাসদের নেতারা একথা বলেন। ৫৩তম বিজয় দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

সভায় জাসদ নেতারা মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির পরাজয়ের প্রতিশোধের রাজনীতি, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মুছে ফেলে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধারের রাজনীতি মোকাবেলায় শুভবুদ্ধিসম্পন্ন মানুষ ও দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লাখ মানুষ, সম্ভ্রম দানকারী ২ লাখ নারী, নির্যাতন, অত্যাচার, কষ্টভোগ করে অসীম ত্যাগ স্বীকারকারী মুক্তিকামী কোটি কোটি মানুষ, স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধা, মিত্র অংশ ভারতীয় সেনাবাহিনীর বীর ও শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।

দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও দফতর সম্পাদক মুক্তিযুদ্ধে শহীদের সন্তান সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন— কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক প্রমুখ।

এর আগে সকাল ৯টায় সাভারে জাসদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত