[ad_1]
পার্লামেন্টের বিতর্কে জার্মানির সংকট সামলাতে নিরাপত্তা, ব্যবসা–বাণিজ্য ও সমাজের কল্যাণে বিপুল অর্থ ব্যয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন শলৎজ। এ সময় মের্জ প্রশ্ন করেন, এই পদক্ষেপগুলো কেন আগে নেওয়া হয়নি? জবাবে শলৎজ বলেন, তাঁর সরকারকে সামরিক ব্যয় বাড়াতে হয়েছিল। কারণ, আগের সিডিইউ সরকার সামরিক বাহিনীকে শোচনীয় অবস্থায় রেখে গিয়েছিল।
ওলাফ শলৎজ বলেন, জার্মানিতে শক্তিশালী ও পরিকল্পিতভাবে বিনিয়োগ করার সময় এসেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার তৎপরতা সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, পারমাণবিক সক্ষমতা আছে এমন একটি দেশ বিপুল অস্ত্রশস্ত্র নিয়ে ইউরোপে যুদ্ধ করছে। ওই দেশটিতে জার্মানি থেকে উড়োজাহাজে করে যেতে মাত্র দুই ঘণ্টা সময় লাগে।
[ad_2]
Source link