[ad_1]
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি স্পিনিং মিলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট চেষ্টা চালিয়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ঝাউগড়া পৌরসভা এলাকায় জাহিন স্পিনিং মিলে এ ঘটনা ঘটে। রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিন স্পিনিং মিলটি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের মালিকানাধীন। রাতে হঠাৎ করে মিলটিতে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর খবর পেয়ে আড়াই হাজার ও মাধবদী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ঢাকা কন্ট্রোল রুমের স্টেশন ও ডিউটি অফিসার মো. শাহজাহান হোসেন বলেন, রাত ১০টা ৮মিনিটে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।
[ad_2]
Source link